সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৮

ভেদরগঞ্জে প্রত্যন্ত চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

নুরুজ্জামান শেখ ,শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২ আগস্ট ২০২০  

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার প্রত্যন্ত অঞ্চল চরসেনসাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ২২৫ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয় ।

গতকাল ২১  আগস্ট শুক্রবার বিকেলে বিদ্যুৎ সংযোগ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চর সেন্সাস ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরসেনসাস ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাকিরুল বালা ও সখিপুর থানা আওয়ামী মহিলা লীগের সদস্য হাসিবা বালা, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মালেক , চর সেন্সাস ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফিরোজ মাদবর, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার জমাদ্দার।

এই অনুষ্ঠানের মূল ভূমিকায় ছিলেন মোঃ জামাল হোসেন ওয়ারিং ইন্সপেক্টর পল্লী বিদ্যুৎ অফিস সখিপুর (সাব জোনাল)।

এই অনুষ্ঠানের মূল সঞ্চালনায় ছিলেন মোঃ শাহ আলম জমাদ্দার-শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ জিতু মিয়া প্রথমেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।তিনি শোকের মাস আগস্ট ট্রাজেডির বর্ণনা করে ৭৫এর ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রধান অতিথি জিতু মিয়া বলেন মুজিব শতবর্ষে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ও সখীপুরের  মাটি ও  মানুষের নেতা ,উন্নয়নের রূপকার পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী জননেতা একেএম এনামুল হক শামীম এমপির অক্লান্ত পরিশ্রমে প্রত্যন্ত এলাকায় চরসেনসাস ৬নং ওয়ার্ডের বালাকান্দি মাল কান্দি বেপারী কান্দির ২২৫ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান সম্ভব হয়েছে ।

পর্যায়ক্রমে অত্র এলাকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান ।

অনুষ্ঠান শেষে সুইচ টিপে তিনি বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন ।

এই বিভাগের আরো খবর