সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৭

ভুয়া তথ্যের অভিযোগে ট্রাম্পের মামলা নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫  

ভুয়া তথ্য প্রচার ও ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্রের মতো আচরণের অভিযোগ তুলে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যের উচ্চ আদালতে (ফেডারেল কোর্ট) মামলাটি দায়ের করা হয় বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে জানানো হয়েছে।

এর আগে সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, “নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করছে। সচেতনভাবে তারা নানা অপবাদ দিচ্ছে, আমার কুৎসা রটনা করছে। এখন সময় এসেছে তাদের এ চর্চার জবাবদিহি করার।”

তিনি আরও জানান, নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করার প্রস্তুতি নিয়েছেন, যা ফ্লোরিডার ফেডারেল আদালতেই দায়ের করা হবে।

ঘোষণার পরদিনই তার আইনজীবী দল আদালতে মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, নিউইয়র্ক টাইমস ইচ্ছাকৃতভাবে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং অবমাননাকর’ তথ্য প্রচার করেছে।

এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে সিএনএন।

সূত্র : সিএনএন

এই বিভাগের আরো খবর