শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬০

ভালুকায় ধান কাটার সময় দরিদ্র বর্গা চাষীর উপর সন্ত্রাসী হামলা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ মে ২০২১  

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেধুয়ারী ইউনিয়নের (এক নাম্বার ওয়ার্ডে) রাতে পাকা বোর ধান কাটার সময় দরিদ্র বর্গা চাষী মোঃ ওমর ফারুক মিয়া (৩৫) উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। হামলার ঘটনায় আহতের শশুর মোঃ আঃ ছামাদ ঢালী (৫৫) বাদী হয়ে বিগত ৮ই মে রাতে ভালুকা মডেল থানায় অজ্ঞাত নামা ৩ জন সহ ৪ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন। 
অভিযোগের বিত্তিতে জানাজায়, হামলাকারী আবুল কাশেম, ও শফি মিয়া নারাঙ্গী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এবং অপর দুজন একই এলাকার আঃ কাদির এর ছেলে সেলিম মিয়া ও ছমু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া।

অভিযোগকারী আঃ ছামাদ ঢালী জানান, আমার মেয়েকে ফুলবাড়ীয়া থানার জয়পুর গ্রামে বিয়ে দেয়। বর্তমানে মেয়ের জামাই ফারুক  আমার বাড়ীতে থাকিয়া আ: মোতালেব ঢালীর ৩ কাটা জমি বন্ধক রাখিয়া বোর ধান চাষ করে, দিনের বেলায় প্রচন্ড রোদ্রতাপের কারণে রাতে টর্চ লাইট জালিয়ে বোর ধান কাটতেছিল।

ঘটনার দিন বিগত ৭মে শুক্রবার রাতে আনুমানিক সাড়ে ৩টায় অভিযোগকারীর মেয়ের জামাই ধান কাটার সময় হামলাকারীরা পূর্ব শত্রুতার জের ধরিয়া অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও মাথায় কুপিয়ে জখম করে।
এ সসময় আহত ফারুকের ডাক চিৎকার শুনিয়া অভিযোককারী, ও তার ছেলে সুজন, প্রতিবেশী তাকবির মিয়া এবং এলাকার আরও অনেকেই  ঘটনাস্থলে আসিয়া রক্তাক্ত অবস্থায় ফারুককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

বর্তমানে ফারুকের শারীরিক অবস্থা আশংকা জনক তার বাম হাতের একটি আঙ্গুল ভেংগে ফুলে গেছে, মাথায় রক্তক্ষরণ হচ্ছে এবং বুকে পিঠে আঘাতের একাদিক জখম রয়েছে।

এ ঘটনায় বিবাদীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভালুকা মডেল থানা উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, থানায় অভিযোগ দেয়া হয়েছে তদন্ত চলছে এবং অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান তদন্ত শেষে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর