বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

বিশ্বকাপ টিকিট থাকলে যুক্তরাষ্ট্র ভিসায় অগ্রাধিকার পাবেন দর্শকরা

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫  

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক টুর্নামেন্টকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা সাক্ষাৎকারে অগ্রাধিকার দেওয়া হবে।

 

গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ফিফার অগ্রাধিকারপ্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং সিস্টেম (PASS) ব্যবহার করে দীর্ঘ সময় অপেক্ষার মধ্য দিয়ে থাকা বিশ্বকাপ টিকিটধারীরা ফিফার মাধ্যমে সাক্ষাৎকারের জন্য আবেদন করতে পারবেন।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসচিব মার্কো রুবিও জানিয়েছেন, ২০২৬ সালের জুন-জুলাইয়ে আয়োজক দেশগুলোতে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও টিকিট থাকা মানে স্বয়ংক্রিয়ভাবে পর্যটক ভিসা পাওয়া যাবে না। তবে, টিকিটধারীরা আবেদন করার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সুযোগ পাবেন।

 

রুবিও আরও বলেন, “আপনার টিকিট ভিসা নয়, এটি যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। যাচাই-বাছাই প্রক্রিয়া সকলের জন্যই একই, তবে টিকিটধারীদের সারিতে কিছুটা অগ্রাধিকার দেওয়া হবে।”

 

মোট ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রায় এক কোটি দর্শক যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে আসতে পারেন। তিনি বলেন, “ফিফা পাসের মাধ্যমে নিশ্চিত করা হবে যে যাঁরা টিকিট কিনেছেন, তারা ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে সহজভাবে বিশ্বকাপে উপস্থিত হতে পারবেন।”

 

এখন পর্যন্ত কিছু দেশের জাতীয় দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। তবে যুক্তরাষ্ট্রে ভিসা সাক্ষাৎকারের জন্য দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। উদাহরণস্বরূপ, কলম্বিয়ায় প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য প্রায় ১১ মাস, মেক্সিকো সিটিতে প্রায় ৯ মাস এবং টরন্টোর কানাডিয়ান নন নাগরিকদের জন্য প্রায় ১৪ মাস অপেক্ষা করতে হয়। এই দীর্ঘ অপেক্ষার কারণে বিশ্বকাপের অনেক দর্শক গ্যালারিতে উপস্থিত হতে পারছেন না।

 

যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাসোসিয়েশন এই ঘোষণার প্রশংসা করেছে। তাদের প্রধান নির্বাহী জিওফ ফ্রিম্যান বলেন, “ফিফা টিকিটধারীদের জন্য ত্বরান্বিত প্রক্রিয়াটি নিরাপত্তা বজায় রেখে কার্যকর হবে। তবে যাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ, তারা কি এই সুবিধা পাবেন তা স্পষ্ট নয়।” উল্লেখ্য, ইরানও সেই নিষিদ্ধ দেশের তালিকায় রয়েছে, যা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

 

এই বিভাগের আরো খবর