বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৩

বাড়ছে স্বর্ণের দাম

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯  

দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার থেকে সোনার দাম ভরিতে দুই হাজার ৪১ টাকা বাড়বে।

বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বর্তমানে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৬ টাকায় বিক্রি হচ্ছে।

দর বৃদ্ধি পাওয়ায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায়।

সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকবে, অর্থাৎ ২৬ হাজার ৮২৭ টাকা।

এর আগে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবের পরদিন অর্থাৎ ১৪ জুন প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৬৭ টাকা বৃদ্ধি করা হয়।

এরপর আবার ১৮ জুন ভরিতে ১ হাজার ১৬৭ টাকা অর্থাৎ সেই সমপরিমাণ দাম হ্রাস করে জুয়েলার্স সমিতি।

এই বিভাগের আরো খবর