শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৭১

‘বাবার কবরে মাটি দিতে দেয়নি এরিককে’

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবরে পুত্র এরিককে এক মুঠো মাটি দেয়া দেয়ারও সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ তুলেন তিনি।

স্ট্যাটাসে বিদিশা লিখেন- ‘চির নিদ্রায় শায়িত হলেন পল্লী বন্ধু পল্লী নিবাসে। যে পল্লী নিবাস তার আদরের ছেলে এরিককে দিয়ে গেছেন তার বাবা। কিন্তু এক মুঠো মাটিও তার বাবার কবরে দিতে দেয়নি এরিককে। রংপুরের মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে সারাজীবন।’

প্রসঙ্গত, গত ১৪ জুলাই সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন এরশাদ। তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। ওইদিন বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

এর পর সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদে দ্বিতীয় এবং বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে জানাজা শেষে মঙ্গলবার তাকে পল্লী নিবাসে সমাহিত করা হয়।

এই বিভাগের আরো খবর