সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৬

বাঁকুড়া জেলা পুলিশের বড়সড় অভিযানে পাইপ গাড়ি সহ গ্রেফতার চার

মনোয়ার ইমাম, কলকাতা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫  

আজ সন্ধ্যায় পশ্চিম বাংলার বাঁকুড়া জেলা পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় যে, পশ্চিম বাংলার ও ওড়িশার একটি পাইপ চুরি গ্যাং একটি বড় লরি করে প্রায় ৬৪, টি পি ভি সি পাইপ চুরি করে নিয়ে যাচ্ছে। এই সাইটগুলো পশ্চিম বাংলা সরকারের জল জীবন প্রকল্পের পাইপ।

 

খবর পেয়ে বাঁকুড়া জেলা পুলিশের অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান ডব্লিউ বি পি এস এবং বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী সিদ্ধনাথ দরজী আই পি এস ও বাঁকুড়া মহাকুমা পুলিশ আধিকারিক শ্রী অভিষেক যাদব আই পি এস তল্লাশি চালায়। এবং বাঁকুড়া ও সারেঙ্গা হাইওয়ের কাজ থেকে একটি লরি দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালায়। এবং ঔ লরি থেকে ৬৪, টি পি ভি সি পাইপ উদ্ধার করে।

 

ঘটনার সঙ্গে জড়িত চারজন ব্যাক্তি কে গ্রেফতার করে। এই পাইপ গুলো পশ্চিম বাংলা সরকারের জল জীবন প্রকল্পের কাজে ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার ও ওড়িশার কিছু চক্র এই পাইপ চুরি করে বিক্রি করে যাচ্ছিল। আজ সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে এগুলো কে উদ্ধার করে। এদের কে জিজ্ঞেস করে অন্তরাজ্যো এই পাইপ চুরি ঘটনার সঙ্গে জড়িত তাদের কে ধরার চেষ্টা করছে বাঁকুড়া জেলা পুলিশ।

এই বিভাগের আরো খবর