বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

ফের উখিয়ার ক্যাম্পে গুলি, ২ রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন।  এ সময় আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত দুইজনেরই নাম রফিক। তারা ক্যাম্প-১৩- এর বাসিন্দা। এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ নিয়ে গত পাঁচ মাসে ২৭টি গোলাগুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় ৩২ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ওই ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি  জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, একদল সশস্ত্র দুস্কৃতিকারি দুপুরে ওই ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর হয়েছে।

এই বিভাগের আরো খবর