বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬১

ফেনীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে শীতবস্ত্র বিতর

মুহাম্মদ মোশাররফ হোছাইন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,  ফেনী জেলা কমান্ড কাউন্সিলের আয়োজনে স্টার লাইন গ্রুপের সহযোগিতায় (১৮ ফেব্রুয়ারী) মুক্তিযোদ্ধা ও  তাদের সন্তানদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ফেনী সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে  মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি  মোঃ মফিজ উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শৈবাল দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী  পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন  গ্রুপের ভাইস চেয়ারম্যান  জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা সাইদুল হক বুলবুল, ফেনী সদর উপজেলা  আওয়ামীলীগের সহ-সভাপতি, পাঁচগাছিয়া এ জেড খাঁন স্কুল এন্ড কলেজ এর সভাপতি শিল্পপতি নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ। 

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মোঃ মহসিন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে মুক্তি যোদ্ধা সম্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, 'পাকিস্তানপন্হী স্বাধীনতা বিরোধীরা এখনও বঙ্গবন্ধুকে- প্রধানমন্ত্রীকে গালি দেয়,মুক্তি যোদ্ধার সম্তানেরা তা কখনও মেনে নিতে পারেনা। পাকিস্তানের প্রতি এত ভালবাসা থাকলে তারা চলে যেতে পারেন। '  অনুষ্ঠানে অতিথিবৃন্দও সব সময় জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের পাশে থাকার  প্রত্যয় ব্যক্ত করেন এবং মুক্তিযোদ্ধার সন্তানরা যাতে জামাত শিবির এর রাজনীতির সাথে জড়িত না হতে পারে  সেদিকে নজর রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান। 

এই বিভাগের আরো খবর