ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪২

প্রীতি ম্যাচের ‘আড়ালে’ প্রস্তুতি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

 

সংবাদ সম্মেলনে দুই দলের কোচ ও অধিনায়কআগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। ১০ অক্টোবর ঢাকায় কাতারের মুখোমুখি হওয়ার পাঁচ দিন পর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজ দল। এই দুই ম্যাচকে সামনে রেখে প্রীতি ম্যাচের আড়ালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচেই প্রতিপক্ষ ভুটান, যার প্রথমটি হবে রবিবার।

শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জেমি ডে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে আমাদের সামনে দুটি বড় ম্যাচ অপেক্ষা করছে। তার আগে দুটি প্রীতি ম্যাচ খেলে খেলোয়াড়দের পরখ করে নিতে চাই। এই দুই ম্যাচ জিততে পারলে খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে। তারা আত্মবিশ্বাস নিয়ে কাতার ও ভারতের মুখোমুখি হতে পারবে।’

মাত্র তিন দিনের প্রস্তুতি নিয়ে ভুটানের মুখোমুখি হলেও শিষ্যদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ইংলিশ কোচ, ‘ছুটিতে যাওয়ার আগে আমি যে নির্দেশনা দিয়েছিলাম, ছেলেরা তা পালন করেছে। তাদের ফিটনেসে কোনও সমস্যা নেই। আশা করি, সবাই ৯০ মিনিট একই গতিতে খেলতে পারবে।’

তবে দলে ইনজুরি সমস্যা আছে। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ দীর্ঘ দিন দলের বাইরে। সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করানো মিডফিল্ডার মাশুক মিয়া জনির মাঠে ফিরতে প্রয়োজন অন্তত ১০ মাস। হাঁটুতে ব্যথা পেয়ে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাও নেই দুটি প্রস্তুতি ম্যাচে। নির্ভরযোগ্য খেলোয়াড়দের অনুপস্থিতিতে কিছুটা চিন্তিত হলেও অন্যদের ওপর আস্থা রাখছেন জেমি ডে, ‘তপু-জনি-বাদশার অনুপস্থিতি তো অবশ্যই চিন্তার বিষয়। তবে অন্যদের ওপর আমার ভরসা আছে। তারা নিশ্চয়ই ভালো পারফর্ম করবে।’

আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় এসেছে ভুটান। অতিথিদের কোচ পেমা দর্জি বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটা দেখেছি। হেরে গেলেও বাংলাদেশ খারাপ খেলেনি। কালকের ম্যাচে আমরা লড়াই করার চেষ্টা করবো।’

এই বিভাগের আরো খবর