সোমবার   ০১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৬ ১৪৩২   ১০ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

প্রশাসনের কঠোরতায় সেন্টমার্টিন যাত্রা – ৩ জাহাজে কোন অদ্ভুত মোড়?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫  

দীর্ঘ ১০ মাসের অপেক্ষার পর চলতি মৌসুমে প্রথমবার সেন্টমার্টিন দ্বীপে যাত্রা করেছে পর্যটকবাহী ৩টি জাহাজ। ভোর না হতেই কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে পর্যটকদের ভিড় উপচে পড়ে। সড়কে যানজট, কেউ কেউ সকালের নাস্তা সারছেন রাস্তায় বসে। প্রথম যাত্রায় ১২০০ পর্যটক সেন্টমার্টিনে যাচ্ছেন, যদিও দ্বীপে রাত্রিযাপনের সুযোগ আছে ২০০০ জনের।

 

জাহাজগুলো হলো কর্ণফুলী এক্সপ্রেস, বারো আউলিয়া এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও প্রথম দিন হওয়ায় সামান্য দেরিতে রওনা হয়েছে। পর্যটকরা উৎফুল্ল – ছবি তোলা, গান-বাজনা, প্রকৃতি উপভোগে ব্যস্ত। তবে সবাই বলছেন, প্রশাসনের ১২টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলবেন।

 

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “চারটি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে। সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় ১২টি নির্দেশনা কঠোরভাবে পালন করা হবে।”

 

পরিবেশ অধিদফতরের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, “জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। প্রতিদিন ২০০০-এর বেশি পর্যটক যেতে দেওয়া হবে না। নুনিয়ারছড়া ও সেন্টমার্টিন ঘাটে তল্লাশির ব্যবস্থা রয়েছে।”

 

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পর্যটকদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। ঘাট থেকে জাহাজ এবং দ্বীপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

 

পর্যটক ফরিদুল আলম বলেন, “২০১৫ সালে গিয়েছিলাম। এবার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। যাত্রাটা উপভোগ করছি।”

 

মুহিব খান বলেন, “১২টি নির্দেশনা মেনে চলব। সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা সবার দায়িত্ব।”

 

ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত্রিযাপনের সুযোগ থাকবে। ৩১ জানুয়ারির পর ফেব্রুয়ারি থেকে ৯ মাস দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ। প্রতিদিন গড়ে ২০০০-এর বেশি যেতে পারবেন না।

 

সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২টি নির্দেশনা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী:

  1. বিআইডব্লিউটিএ ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান চলবে না।
  2. অনলাইনে টিকিট কিনতে হবে, কিউআর কোড সহ।
  3. রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ নিষিদ্ধ।
  4. কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়–বিক্রয় নিষিদ্ধ।
  5. সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকের ক্ষতি নিষিদ্ধ।
  6. সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যান নিষিদ্ধ।
  7. পলিথিন বহন নিষিদ্ধ, একবার ব্যবহার্য প্লাস্টিক নিরুৎসাহিত।
  8. নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ।
  9. ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ।
  10. প্রতিদিন ২০০০-এর বেশি পর্যটক যাবেন না।
  11. নভেম্বরে শুধু দিনের ভ্রমণ, রাত্রিযাপন নিষিদ্ধ।
  12. পরিবেশ রক্ষায় সচেতনতা অবশ্যই মেনে চলতে হবে।

 

জাহাজ মালিকদের সংগঠন বলছে, সকাল ৭টায় কক্সবাজার থেকে ছাড়বে, বিকেল ৩টায় সেন্টমার্টিন থেকে ফিরবে। সেন্টমার্টিনের প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান।

 

এই বিভাগের আরো খবর