বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৯

পোশাক ছাড়াই শপিংমল ঘুরে বেড়ালেন তরুণী!

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

পোশাকবিহীন পুরো শপিংমল ঘুরে বেড়ালেন এক তরুণী। কিন্তু সেটা কেউ আঁচ করতে পারলো না। অবিশ্বাস্য হলেও এমনই একটা ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। গত বছরের নভেম্বরের ঘটনা হলেও ছবিটি নতুন করে আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শরীরে পোশাক নেই বলে অবশ্য সেই তরুণীটিকে কেউ ‘নগ্ন’ বলতে পারেনি। আসলে তিনি এক আশ্চর্য বডি পেন্টিংয়ের সাহায্য নিয়েই এই দুঃসাহসী কাজটি করেছেন। মারিয়া লুচিওত্তি নামের সেই তরুণী জিন্স ও লেস টপের আদলে বডি পেন্টিং করান। 

শিল্পী জেন দ্য বডি পেন্টারেরে অসামান্য কারুকৃতিতে সেই জিন্স আর টপ ‘জীবন্ত’ হয়ে ওঠে। মার্কিন মুলুকের বাল্টিমোরের বাসিন্দা জেন সংবাদমাধ্যমকে জানান, তিন ঘণ্টা সময় লেগেছে এই শিল্পকর্মে। নীল রংয়ের উপরে সাদা রংয়ের কারিকুরিতেই ওর্ন-আউট জিনসের রূপ ফুটে উঠেছে। একটু গাঢ় নীল রং তিনি ব্যবহার করেছেন পকেটগুলি আঁকতে। 

এই বিভাগের আরো খবর