শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭২

পারসেভারেন্স রোভারে মঙ্গলে নতুন শব্দ পেলো নাসা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ মে ২০২১  

মঙ্গলগ্রহে রোভার পারসেভেরেন্স পাঠিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। সেই সঙ্গে পাঠানো হয়েছে হেলিকপ্টার ইনজেনুইটি। মিনি হেলিকপ্টারটি পঞ্চমবার সফলভাবে নিজের উড়ান সম্পন্ন করেছে। এবার সেই হেলিকপ্টারের উড়ানের শব্দ, অর্থাৎ ব্লেড ঘোরার শব্দও শোনা গেছে রোভারের মাধ্যমে। 

শুক্রবার নাসা জানায়, ছয় চাকার রোবট গত ৩০ এপ্রিল নতুন একটি ফুটেজ পাঠিয়েছে যার সঙ্গে একটি অডিও ট্র্যাক রয়েছে। টুইটারে মঙ্গলগ্রহের পৃষ্ঠে মিনি হেলিকপ্টার ইনজেনুইটি উড়ানোর অডিও ও ভিডিও প্রকাশ করেছে মহাকাশ সংস্থা।

ভিডিওটিতে মঙ্গল গ্রহের বাতাসের একটি মিষ্টি গুনগুন শব্দ শোনা গেছে। ভিডিও ফ্রেমের ডানদিকে হেলিকপ্টার ইনজেনুইটি উড়ছে তা দেখা গেছে। হেলিকপ্টারটি যখন উড়ছে, তখন বাতাসের গুনগুন শব্দ বেড়ে যাচ্ছে।

এই বিভাগের আরো খবর