বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৬

পাংশায় ৫০ দরিদ্র রোগীদের মাঝে চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

রাজবাড়ীর পাংশায় ক্যানসার, কিডনী, লিভার, সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হ্নদরোগ ও থ্যালাসেমিয়া এই রোগে আক্রান্ত রোগীদের জনপ্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। 

বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৫০ জনের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ব এ চেক প্রদান করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

এসময় চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক প্রাপ্ত ক্যানসার, কিডনী, লিভার, সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হ্নদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগিদের মাঝে চেক বিতরণ করা হয়। 

এই বিভাগের আরো খবর