বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৬

পঞ্চগড়ে ৫৬ বিজিবি এর অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও কষ্টি পাথর

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩  

পঞ্চগড় জেলা সীমান্ত হতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক ২২.৩৫০ কেজি ওজনের ০২টি কষ্টি পাথরের মূর্তি এবং ২২.১১৫ কেজি ওজনের ০৩টি কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। ০৮ এপ্রিল ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ১১.৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে  লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি, অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক বড়শশী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রহমতুল কবির এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭৪/২-এস হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বড়শশী এলাকার বলরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বিষ্ণু মূর্তি ০১ টি ওজন ১২ কেজি ৬৫০গ্রাম (দৈর্ঘ্য ২২ ইঞ্চি প্রস্থ ১১ ইঞ্চি এবং পুরুত্ব উপরের অংশ ০২ ইঞ্চি, মাঝের অংশ ২.৫ ইঞ্চি, নীচের অংশ ২.৫ ইঞ্চি ও মাথার অংশ ০১ ইঞ্চি)। বুদ্ধ মূর্তি ০১টি ওজন ০৯ কেজি ৭০০ গ্রাম (দৈর্ঘ্য ২০ ইঞ্চি প্রস্থ ১০ ইঞ্চি এবং পুরুত্ব উপরের অংশ ২.৫ ইঞ্চি, মাঝের অংশ ১.৫ ইঞ্চি, নীচের অংশ ০২ ইঞ্চি ও মাথার অংশ ০১ ইঞ্চি)। কষ্টি পাথর বড়, মাঝারি ও ছোট সাইজ ০৩ টি সর্বমোট ওজন ২২ কেজি ১১৫ গ্রাম উদ্ধার করা হয়। একটি পুরাতন সুপারি বাগান হতে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তি এবং কষ্টি পাথর মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার সিজার মূল্য-৩৩,৪০,৭৫০/- (তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। উল্লেখ্য সীমান্তে বিজিবি এর এহেন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। বোলে ৫৬ বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে। ৫৬ বিজিবি এর দ্বায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি'র সফলতার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

এই বিভাগের আরো খবর