সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৭

নৌকার বিজয়ের লক্ষ্যে জামালপুরে পরামর্শ সভা অনুষ্ঠিত

শারমিন আক্তার

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

পৌর নির্বাচনকে সামনে রেখে গতকাল জামালপুরে মেলান্দহে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে নৌকার বিজয়ের প্রত্যাশায় পরামর্শ মূলক আলোচনা সভার আয়োজন হয়। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখার নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

একক ভাবে শ্রমিক লীগদের নিয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান মেয়র জনাব শফিক জাহেদি রবিন, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা। জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখা। জনাব মোঃ জিন্নাহ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখা। জনাব মোঃ আসাদুল্লাহ ফারাজী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ পৌর শাখা। জনাব মোঃ হাবিবুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ পৌর শাখা। জনাব কিসমত পাশা, সভাপতি বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ,মেলান্দহ উপজেলা শাখা। জনাব মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ,মেলান্দহ উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা শাখা ও পৌর শাখার শ্রমিক লীগের প্রতিটা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীরা। এই সময় বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষেই আমরা মেলান্দহ বাসী প্রাণপণ চেষ্টায় কাজ করে যাবো। ভোটারদের ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। সেই ভোট আমরা জোর করে নয়, শেখ হাসিনার উন্নয়নের ধারাগুলো সবার কাছে বার বার  জানান দিয়ে,সুষ্পষ্ট ভাবে তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে সক্ষম করবো ইনশাআল্লাহ।
 

এই বিভাগের আরো খবর