বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৪

নওগাঁয় বাংলা নববর্ষ বরণ 

আবু রায়হান রাসেল নওগাঁ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩  

নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে।  জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টায় জেলা স্কুল চত্বর থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান দলীয় পরিবেশনের মধ্যে দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি গরুর গাড়ি, ঘোড়া,পালকিসহ নাস বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।

জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল চত্বরে মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী শিল্পীরা অংশ গ্রহণ করে।

এই বিভাগের আরো খবর