সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৩

ধরলা নদীর পানি কমেছে.বেড়েছে ভাঙ্গন

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

কুড়িগ্রামে ধরলা নদীর কমে ১৩ সেন্টিমিটারে নেমে এসেছে। পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন। ইতিমধ্যে জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের জগমহনির চরে ৩ দিনে ৭৯টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। পাশাপাশি নন্দদুলালের ভিটে স্কুলটিও ভাঙ্গন থেকে সড়িয়ে নেয়া হয়েছে। মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুর স্কুলটি নদী ভাঙ্গনে ভেঙ্গে গেছে। পানি বন্ধি হয়েছে ৩হাজার পরিবার।

নদী ভাঙ্গনের শিকার আর্জিনা, জোনাব, ছকিয়ত জানান, বর্তমানে পানি কমে যাওয়ায় ভাঙ্গনে আমাদের ভিটে মাটি নদী গর্ভে চলে গেছে। অনেকে শেষ সম্বল ভিটেটুকুও হারিয়ে ফেলেছে। এ ভাঙ্গন থেকে আমরা পরিত্রান চাই।

জেলা ত্রান ও পুনর্বাসন অধিদপ্তর সূত্র জানান, চলতি পানি বৃদ্ধিতে উপজেলার ৫৪টি গ্রামের ৩হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়ে। অপ্রত্যাশিত বন্যায় মানুষজন প্রস্তুত না থাকায় অনেকের ব্যাপক ক্ষতি হয়েছে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল ইসলাম (ভারপ্রাপ্ত) জানান, আমরা তথ্য উপাথ্য সংগ্রহ করছি। ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, পর পর কয়েকবারের বন্যায় জেলার বিভিন্ন নদ-নদীতে ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন রোধে আমাদের কাজ চলমান আছে।  

এই বিভাগের আরো খবর