রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

দেশের মানুষ আশায় তাকিয়ে তারেক রহমানের দিকে: মির্জা ফখরুল

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬  

দেশের বর্তমান পরিস্থিতিকে ‘কঠিন সময়’ হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল বলেন, “আজ একটি কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন। সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতোমধ্যে দূর থেকেই জাতির সামনে যে বার্তা দিয়েছেন, তাতে গোটা জাতি নতুন করে আশাবাদী হয়েছে। মানুষের এই আশাবাদ- এবার সত্যিকার অর্থেই একটি উদারপন্থি ও গণতান্ত্রিক ব্যবস্থা দেশে প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।”

বক্তব্যের শুরুতেই তিনি সাবেক বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “২০২৪ সালে যেসব ছেলে-মেয়ে ও শিশুরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”

সকাল ১১টায় হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত সাংবাদিক ও সম্পাদকদের আসনে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর