সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৮

দুস্থ অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল আক্ট ফাউন্ডেশন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

করোনার করালগ্রাসী দুর্যোগের কারনে কর্মহারা, জীবিকা বঞ্চিত নাংগলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বেশ কিছু হত দরিদ্র মানুষের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও গৃহ নির্মানের জন্য গত মার্চ মাস থেকে ত্রান-সাহায্য পরিচালনা করে আসছে আক্ট ফাউন্ডেশন। গত বুধবার, ১৯শে আগষ্ট ২০২০ উরুকচাইল কালী মন্দির প্রাংগনে ফাউন্ডেশনটির উদ্যোগে হত দরিদ্র পরিবারের মাঝে ত্রান ও অর্থ সাহায্য বিতরন করা হয়। ত্রান পরিচালনায় নেতৃত্ব দেন আক্টের কার্যকরী সম্পাদক উরুকচাইল নিবাসী ও উদয়ন স্কুলের প্রধান শিক্ষক বাবু অরবিন্দ দাস।


আক্ট ফাউন্ডেশন হলো আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন সেবা সংস্থা। লাকসাম থানাধীন  আজগরা ইউনিয়নের কালিয়া চোঁ গ্রামের বাবু হারাধন ভৌমিকের উদ্যোগে গত তিন বছর আগে  ঘটিত এই সংস্থা থেকে নানা রকম মানবিক, সামাজিক, ধর্মীয় ও শিক্ষামুলক কাজে সাহায্য, সহযোগিতা ও অনুদান প্রদান করে আসছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাক্তন ছাত্রদের যুক্তরাজ্যস্থ সংগঠন জগন্নাথ হল এলমনাই এসোসিয়েশনের স্পন্সরে গত কাল এই ত্রানকার্য পরিচালিত হয়। আক্টের উদ্যোগে এ রকম শিক্ষা ও সামাজিক সহযোগিতা কার্যক্রমের অংশ হিসাবে ইতিপূর্বেও উরুকচাইল, কালিয়াচোঁ, উত্তর দা, নোয়াগাঁও, বাতাবাড়িয়া ও কৃষ্ণপুরের দরিদ্র মানুষের মধ্যে ত্রানকার্য পরিচালনা করা হয় যথাক্রমে গত মে ও জুন মাসে। তাছাড়া বর্তমানে কেজি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বেশ কিছু দরিদ্র ও সামর্থহীন ছাত্র ছাত্রীদের লেখা পড়ার খরচ নির্বাহ করে আসছে আক্ট ফাউন্ডেশন।  দুস্থ মহিলাদের চিকিস্যার জন্য সাহায্য, দরিদ্র পিতার কন্যাদানে সাহায্য সহ নানা রকম সাহায্য করে আসছে দীর্ঘদিন থেকে। কালিয়া চোঁ গ্রামে অবস্থিত পঞ্চগ্রাম রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের যাবতীয় ব্যয় এই সংস্থাটি বহন করে আসছে। উল্লেখ্য, কালিয়া চোঁ কিন্ডারগার্টেন স্কুলটি প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাবু হারাধন ভৌমিক এর অবদান রয়েছে। উক্ত স্কুলের প্রধান উদ্যোক্তা স্বর্গীয় রতন দাসের মামা হলেন বাবু হারাধন ভৌমিক। সরকারের সহযোগিতা পেলে সংস্থার কার্যক্রম আরও বৃদ্ধি করা সম্ভব বলে জানিয়েছেন  সংস্থার সচিব বাবু অরবিন্দ দাস।

এই বিভাগের আরো খবর