শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩১

ড্রোন বিক্রি নিয়ে তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১  

এছাড়া এ ধরণের অস্ত্র ইউক্রেনের অভ্যন্তরীণ সংঘাত নিরসনেও কোনো কাজে আসবে না। খবর ফার্সটুডে এর আগেও এই মুখপাত্র ইউক্রেনের কাছে তুর্কি অস্ত্র বিক্রির বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনের কাছে তুরস্ক যে অস্ত্র বিক্রি করছে তা ঐ দেশের সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার হোক তা চায় না রাশিয়া। 

কিছু দিন আগে ইউক্রেন তুরস্কের কাছ থেকে কয়েকটি ড্রোন কিনেছে। এরিমধ্যে ইউক্রেন এসব ড্রোন সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার শুরু করেছে বলে খবর বেরিয়েছে। দুনবাস এলাকার একটি তেল স্থাপনায় এসব ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলেও কোনো কোনো সূত্র দাবি করছে।

ক্রিমিয়ায় বসবাসকারী তাতারী সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ কারণে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি ইস্যুতে ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছিল তুরস্ক। ২০১৪ সালের ১৬ মার্চ গণভোটের মাধ্যমে ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে।

এই বিভাগের আরো খবর