শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৮

টানা ৩৩তম বাজেট ঘোষনা করলেন নীলফামারী পৌর মেয়র

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

একটানা ৩৩বারের মত নীলফামারী পৌরসভার বাজেট ঘোষনা করলেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। বৃহঃস্পতিবার (২৪ই জুন) দুপুরে পৌরসভা মিলানায়তনে নতুন করারোপ ছাড়াই ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৪৫ কোটি ৭৪লাখ ৩২হাজার ২৩১ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র । করোনা পরিস্থিতির কারণে জনসমাগম যেন না ঘটে সেজন্য সীমিত পরিসরে বাজেট ঘোষনাটি অনুষ্ঠিত হয়।  বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৭০লাখ ২৮হাজার টাকা। ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছর নিয়ে বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৪লাখ ১৩হাজার ৪৪৭টাকা।


এসময় মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর প্রথম ঘোষনায় আমি ৩লাখ টাকার বাজেট ঘোষনা করি। আজকে আমার এই ৩৩তম বাজেট ঘোষনায় যা দাড়িয়েছে ৪৫ কোটি টাকাতে। আমি প্রথম যখন পৌরসভার মেয়র প্রথম মেয়র নির্বাচিত হই তখন নীলফামারী পৌরসভার অবস্থা ছিল অত্যন্ত করুন। পৌর এলাকায় কোনো পাকা রাস্তা ছিলই না। এখন শহরের প্রতিটি সড়ক এমনকি গ্রামাঞ্চলের সড়কও পাকা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা হয়েছে আধুনিক।


একটানা ৩৩বার নীলফামারী পৌরসভার বাজেট ঘোষনার দৃষ্টান্ত স্থাপন করায় মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন নগর সমন্বয় কমিটি। বাজেট ঘোষনার আগে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির লোকজনেরা নানা মতামত পোষন করেন। সভা শেষে নগর সমন্বয় কমিটির সদস্যরা ও নীলফামারী পৌরসভার কাউন্সিলররা যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করে দোয়া অনুষ্ঠিত হয়।


বাজেট ঘোষনায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, পৌর সচিব মশিউর রহমান,নগর সমন্বয় কমিটির সদস্য হাকিম  মোস্তাফিজুর রহমান সবুজ, পৌরসভার কাউন্সিলরা সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
 

এই বিভাগের আরো খবর