সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৭

টাঙ্গাইল ভূঞাপুরে উঠানে সবজি চাষে বাড়তি আয়

মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির উঠানে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেছে কৃষকরা। এতে পুষ্টির চাহিদা পূরণসহ বাড়তি সবজি বিক্রি করে আয় করছে তারা। মূলত মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে ‘পারিবারিক পুষ্টির বাগান’ স্থাপনের কার্যক্রম শুরু হয়।

এতে ভূঞাপুর উপজেলার ১৯২টি বাড়ির উঠানে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করা হয়। এর জন্য প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার ৯’শ ৩৫ টাকা ও বিনামূল্যে বীজ দেয়া হয়। এক শতাংশ জমিতে কৃষক মুলা, কলমি শাঁক, পাট, পুঁইশাক ও ঘিমা কলমি, লাল শাকসহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করছে। ইতোমধ্যে কৃষকরা তাদের উৎপাদিত সবজি রান্না করে খাওয়াসহ স্থানীয় হাট-বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে।

ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামের কৃষক রাজু আহমেদ বলেন, ‘বাড়ির উঠানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। নিজেরা খাওয়ার পরও সবজি স্থানীয় বাজারে বিক্রি করছি। গত মাসে সবজি বিক্রি করে ৪ হাজার টাকা আয় হয়েছে।

ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান জানান, উপজেলার ১৯২টি বাড়ির উঠানে সবজি চাষ করা হয়েছে। কৃষি অফিস থেকে তাদের নগদ টাকাসহ সবজির বীজ দেয়া হয়েছিল। এখন কৃষকের পারিবারিক পুষ্টির চাহিদা যেমন পূরণ হচ্ছে, তেমনি বাড়তি সবজিগুলো হাট-বাজারে বিক্রি করে আয় করছে তারা।

এই বিভাগের আরো খবর