শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২

টঙ্গী কলেজ ছাত্রদলে নতুন মুখ, সম্ভাবনার প্রতীক আলাউদ্দিন সুমন

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫  

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সদস্য সচিব আলাউদ্দিন সুমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংগঠনের দীর্ঘদিনের কর্মী হিসেবে তিনি দায়িত্বশীল, সক্রিয় ও সংগ্রামী ভূমিকার জন্য পরিচিত।

 

দলের নেতা-কর্মীরা জানান, আলাউদ্দিন সুমন সবসময় ছাত্রদলের কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সাংগঠনিক সংকট কাটিয়ে ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

দৈনিক তরুণ কন্ঠকে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন বলেন, দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, আমি সেটি সর্বোচ্চভাবে পালনের চেষ্টা করবো। ছাত্রদলের নীতি-আদর্শকে এগিয়ে নিতে সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

 

তিনি আরও বলেন, আমি এই পদে দায়িত্ব পেয়েছি মানে এই নয় যে একমাত্র আমিই যোগ্য। এখানে অনেকের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম রয়েছে, যদিও তারা হয়তো প্রত্যাশিত জায়গায় আসতে পারেননি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জাতীয়তাবাদী পরিবারের অংশ হয়ে, সকলের সহযোগিতায় একসঙ্গে এগিয়ে যেতে চাই।

 

স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করছেন, নতুন এই নেতৃত্ব টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। তরুণদের অংশগ্রহণ বাড়ানো, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি উজ্জ্বল করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

 

আংশিক কমিটির মাধ্যমে যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেখানে সদস্য সচিব আলাউদ্দিন সুমনের নেতৃত্ব ছাত্রদলের কর্মীদের কাছে আশা জাগাচ্ছে।

এই বিভাগের আরো খবর