শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৭

টঙ্গীতে সরকারি সম্পত্তি অবৈধ দখল থেকে উদ্ধারে উচ্ছেদ অভিযান

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ২৩ মে ২০২১  

গাজীপুরের টঙ্গীতে শিল্প মন্ত্রনালয়ের অধীনস্থ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কপোর্রেশনের মালিকানাধীন ৬ একর সরকারী সম্পত্তির অবৈধ্য দখলদারদের স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন। 

রবিবার (২৩ মে) সকালে টঙ্গীর কাঠালদিয়ায় এলাকায় গাজীপুর জেলার টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উসিউজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মো: জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো: ইলতুৎ মিশ, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম। 

উচ্ছেদ অভিযানে টঙ্গীর কাঠালদিয়া বস্তির প্রায় ৩ শতাধিক পাকা-কাচা ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন ব্যাক্তি মালিকানায় থাকা গোডাউন গাজীপুর সিটি কর্পোরেশনের বুলডোজার মেশিনের মাধ্যমে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এই বিভাগের আরো খবর