রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪২

টঙ্গীতে বিপুল পরিমান হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমান হেরোইনসহ মোশারফ (২৬) ও তরিকুল ইসলাম (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডিএল ভবনের সামনে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন, ১ টি ট্রাক, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৩শ’ টাকা জদ্ধ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের লক্ষীপুর জামাদারপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মোশারফ এবং লক্ষীপুর খানসাহেব পাড়া গ্রামের মৃত রেজাউল খানের ছেলে তরিকুল ইসলাম।

র‌্যাব-১ জানায়, হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ হতে গাজীপুর হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে সিডিএল ভবনের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন, ১ টি ট্রাক, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৩শ’ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর