সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫০

টঙ্গীতে পুলিশ সোর্স হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১  

টঙ্গীতে পুলিশের সোর্স হত্যাকাণ্ড হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব – ১।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫ টা দিকে টঙ্গীর শিলমুন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি চাকু (সুইচ গিয়ার), ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেন (২৭) কিশোরগঞ্জ সদরের নিলগঞ্জ এলাকার শুক্কর আলীর ছেলে, ঝর্ণা আক্তার (২১) টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকার মোঃ নুরুল ইসলামের মেয়ে। তারা টঙ্গীর মরকুন এলাকায় বসবাস করতো।

র‍্যাব ১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের সোর্স হত্যাকান্ডের প্রধান আসামী বিল্লাল হোসেন ও ঝর্না আক্তারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা শিকার করেছে।

এই বিভাগের আরো খবর