শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯১

জীবিকার তাগিদে অটোরিকশা চালান সাবেক ছাত্রলীগ নেতা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩০ মে ২০২১  

জীবিকা নির্বাহে সহায়তার জন্য নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে অটোরিকশা কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে নোয়াখালীর জেলা প্রশাসক শনিবার তার কাছে এটি হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস জানান।

আনোয়ার হোসেন ফারুক নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে নির্যাতনের শিকার হয়েছেন; লেখাপড়াটাও শেষ করতে পারেননি।

পদুয়া গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে ফারুকের কাঁধে এখন মা, স্ত্রী ও চার সন্তানসহ বড় সংসারের দায়িত্ব। সংসার চালাতে না পেরে বাধ্য হয়ে সাবেক এই ছাত্রলীগ নেতার রিকশা চালানোর খবর গণমাধ্যমে দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ তাকে একটি অটোরিকশা কিনে দেন।

এই বিভাগের আরো খবর