শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

জাতিসংঘে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫  

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া বক্তব্যে তিনি পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল কেন্দ্র হিসেবে অভিহিত করেন।

জয়শঙ্কর বলেন, কোনো দেশ যখন সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেয় এবং তাদের প্রশংসা করে, তখন সেই কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে। তার অভিযোগ, গত কয়েক দশক ধরে ভারতে সংঘটিত প্রায় সব বড় সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে।

তিনি আরও জানান, স্বাধীনতার পর থেকেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের জনগণকে রক্ষায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হয়েছে এবং হামলাকারীদের বিচার নিশ্চিত করা হয়েছে।

সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধের ওপর জোর দিয়ে জয়শঙ্কর সতর্ক করেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশগুলো শেষ পর্যন্ত এর ভুক্তভোগী হবে। তার ভাষায়, “সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রকে ধ্বংস করতে অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে, নইলে এ বিপদ সবার জন্য সমান হুমকি হয়ে দাঁড়াবে।”

এই বিভাগের আরো খবর