বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫২

ছাতক থানায় আসামিকে জিজ্ঞাবাদের ভিডিও ভাইরাল ওসি প্রত্যাহার

সুনামগঞ্জ  প্রতিবেদক    

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

তিনি জানান,ছাতক থানার ওসি নাজিম উদ্দিন আসামি ধরতে অসাধারণ কাজ করলেও সেই আসামিকে নিয়ে লাইভে জিজ্ঞাসাবাদ করা দায়িত্বে অবহেলার শামিল।
তাই তাকে ছাতক থানা থেকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) তাকে এ আদেশ দেওয়া হয়।

জানা যায়,২৩ সেপ্টেম্বর হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ফেসবুক ভিত্তিক কথিত অনলাইন টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক সমালোচিত হয় বিষয়টি।

এ ঘটনার তদন্ত কমিটি করেন পুলিশ সুপার মিজানুর রহমান।পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওসিকে ওই থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর