সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০২

চসিক নির্বাচনে ‘বিলাই খামচি’ প্রয়োগের অভিযোগ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১  

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গুল্মজাতীয় উদ্ভিদ বিলাই খামচি প্রয়োগের অভিযোগ উঠেছে। এ উদ্ভিদের স্পর্শে শরীরে প্রচণ্ড চুলকানি তৈরি হয়।

চট্টগ্রামে স্থানীয়ভাবে এ উদ্ভিদকে বাঁদরওলা বলা হয়। এটি দেহের সংস্পর্শে এলে প্রচণ্ড প্রচণ্ড চুলকানি তৈরি করে। ফলে আক্রান্ত ব্যক্তিকে প্রায় ২৪ ঘণ্টাজুড়ে অস্বস্তিতে থাকতে হয়।

নগরীর লালখান বাজার ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী এ এফ কবির মানিকের সমর্থকদের বিরুদ্ধে বিলাই খামচি প্রয়োগের অভিযোগ করেন আওয়ামী সমর্থিত প্রার্থী আবুল হাসনাত মো. বেলালের নারী সমর্থকরা।

ভোটের দিন শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কাউন্সিলর প্রার্থীর অনুসারী আসমা বেগম গণমাধ্যমকে বলেন, ‘বিদ্রোহী প্রার্থীর নারী সমর্থকরা তাদের ওপর বিলাই খামচি ছিটিয়েছে।’

পরাজয় নিশ্চিত জেনে তারা এসব করেছে বলে অভিযোগ করেন আসমা। তাদের একাধিক নারীর সদস্য আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।

বুধবার নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর থেকে লালখান বাজার ওয়ার্ডের শহীদনগর স্কুল কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এই বিভাগের আরো খবর