সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৩

গাজীপুরে ৪ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২১  

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকা থেকে চার হাজার ছয়শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্র‌্যাব-১ এর সদস্যরা। সোমবার (১ ফেব্রুয়ারি) পৌণে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনা এলাকার মৃত সাদেক হোসেনের ছেলে মো: কায়েস (৪৫), একই থানার পশ্চিম বিলাসপুর এলাকার মো: বাবুল চৌধুরীর ছেলে মো: জহির উদ্দিন উপরফে জনি (৩৫), আব্দুল বারেকের ছেলে মো: আমির হোসেন (৩৩), নাগা পূর্বপাড়া এটিআই গেইট মোজাম্মেলের বাড়ির ভাড়াটিয়া নিলেরপাড়া এলাকার মো: মোজাম্মেল হকের ছেলে পারভেজ আহম্মেদ উপরফে পনির (৩৮), মুন্সিপাড়া এলাকার মো: মাসুদ রানার ছেলে মো: হৃদয় (২৪), ভোরা এলাকার মৃত হাসানের ছেলে মো: রিপন (৩৮)।

র্র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল দক্ষিণ সালনা পূর্বপাড়ার গ্রেফতারকৃত কায়েসের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় চার হাজার ছয়শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট নগত বিশ হাজার আটশত ত্রিশ টাকা এবং ছয়টি মোবাইল ফোনসহ উল্লেখিত ছয় জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতরকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পর যোগসাজেসে চোরাইপথে ইয়াবা ট্যাবেল্ট আমদানি করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরো খবর