শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৭

গাজীপুরে খেলনা পিস্তলসহ ভুয়া সিআইডি আটক

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ২১ মে ২০২১  

গাজীপুরের কাশিমপুরে বাচ্চু মিয়া (৩৫) নামে ভুয়া সিআইডি পরিচয়ধারী এক যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০মে) রাত ১০টার দিকে কাশিমপুর থানাধীন সুরাবাড়ি রাইসমিল এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

আটককৃত বাচ্চু মিয়া বরগুনা জেলার বেতাগী থানার ছোট মোকামিয়া গ্রামের মৃত্যু রুস্তম আলীর ছেলে।

পুলিশ জানায়, কাশেমপুরের সুরাবাড়ি রাইস মিল এলাকার একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে গিয়ে দোকানী কে ভয় ভীতি দেখিয়ে বলছে  তোর কম্পিউটারে অশ্লীল ছবি রয়েছে। একথা বলে দোকানীকে ভয়-ভীতি দেখিয়ে তার কাছে টাকা দাবি করে।এ সময় উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

জিএমপি কাশিমপুর থানার উপ-পরিদর্শক দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে বাচ্চু মিয়া নামের ওই যুবককে একটি খেলনা পিস্তল সহ আটক করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর