শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

গাজায় ‘নিরাপদ অঞ্চলেই’ ইসরায়েলি হামলা, একদিনে নিহত ৯১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫  

গাজায় কথিত ‘মানবিক নিরাপদ অঞ্চলেই’ আবারও ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে দখলদার সেনারা অবরুদ্ধ উপত্যকায় স্থল অভিযান আরও জোরদার করেছে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের অভিযোগ, ইসরায়েল জোরপূর্বক গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সরিয়ে নিতে ‘নিরাপদ এলাকা’ বলে প্রচার করলেও সেসব স্থানেই বারবার হামলা চালাচ্ছে। শুধু গত ১১ আগস্ট থেকে এ পর্যন্ত দক্ষিণ ও মধ্য গাজায় ১৩৩ দফা হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯০৩ জন, যা মোট হতাহতের প্রায় ৪৬ শতাংশ।

ইতোমধ্যে তীব্র গোলাবর্ষণের কারণে গাজা সিটির একাধিক হাসপাতাল বন্ধ হয়ে গেছে। জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে রোগী ও চিকিৎসক-কর্মীদের সরিয়ে নিতে হয়েছে। অ্যানাস্থেসিয়া ও অ্যান্টিবায়োটিকসহ মৌলিক ওষুধের সংকটে চিকিৎসকরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আল-আকসা হাসপাতালের চিকিৎসক খলিল দিগরান অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শিশুদের বিশেষায়িত রান্তিসি হাসপাতালকে টার্গেট করেছে।

এদিকে বার্লিন, লিভারপুলসহ বিভিন্ন শহরে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হতে পারে। তবে হামাস জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনো প্রস্তাব উপস্থাপন করা হয়নি। আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প।

এই বিভাগের আরো খবর