শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

গাজায় একদিনে নিহত ৬০; মোট প্রাণহানি প্রায় ৬৫,৫৪৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজা উপত্যকায় অন্তত ৬০ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মরদেহ চাপা পড়ে থাকতে পারে এবং উদ্ধারকারী শকত ও সরঞ্জামের ঘাটতির কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ হিসাব অনুযায়ী, গাজার ওপর গত দুই বছরের অভিযানে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৬৫,৫৪৯ এবং আহতের সংখ্যা ১,৬৭,৫১৮। এছাড়া শুক্রবার ত্রাণ নিতে গিয়ে হামলায় আরও ৫ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

পটভূমি: ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে ইসরায়েলের ওপর ঘঠিত হামলার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলেও ঘটনাটি বিবাদিত—আইসিসি ও আইসিজিতে বিভিন্ন পদক্ষেপ চলমান; অন্যদিকে ইসরায়েল বলছে, হামাসকে সম্পূর্ণ হওয়া পর্যন্ত অভিযান চলবে।

এই বিভাগের আরো খবর