বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫২

গরুর মাংসের কেজি ৫০০ টাকায় আনা সম্ভব: ভোক্তার ডিজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪  

গরুর মাংসের কেজি ৫০০ টাকার মধ্যে আনা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। 

সোমবার (১ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে আলোচিত গরুর মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের দোকানে মাংস কিনতে গিয়ে তিনি একথা বলেন।
 
ভোক্তার মহাপরিচালক বলেন, গো-খাদ্যের দাম নিয়ে কাজ করলে ও চামড়ার ভালো দাম পেলে এক কেজি গরুর মাংসের দাম ৫০০ টাকার মধ্যে আনা সম্ভব।
 
এদিকে খলিল জানান, আগামী এক সপ্তাহের জন্য তার দোকানে প্রতিকেজি গরুর মাংস ৫৯০ টাকায় পাওয়া যাবে। 
 
উল্লেখ্য: ৬ ডিসেম্বর থেকে এক মাসের জন্য রাজধানীতে এক কেজি গরুর মাংস সর্বোচ্চ ৬৫০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি।

এই বিভাগের আরো খবর