বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

খাগড়াছড়িতে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১ মে ২০২৩  

খাগড়াছড়িতে শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন আয়োজনে দিবসটি উপলক্ষে টাউন হল প্রাঙ্গন থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে র‌্যালী শেষ হয়। পরে টাউনহল চেতনা মঞ্চে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মো: সহিদুজ্জামনান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারসহ জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন স্থরের কর্মকর্তা - কর্মচারী  বৃন্দ উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর