শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০১

খাগড়াছড়ি আওয়ামীলীগ বিএনপি’র কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিপ্লব তালুকদার  খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

খাগড়াছড়ি শহরের কলেজ রোড এলাকায় আজ সকাল সাড়ে ১১টা নাগাদ বিএনপি ও আওয়ামীলীগ কর্মীদের মধ্যে মৃদু ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে বহনকারী প্রাইভেট কারের পেছনের কাঁচ ভেঙ্গে গেছে। বিএনপি ও আওয়ামীলীগ এ ঘটনার জন্য পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। জেলা বিএনপি’র সা. সম্পাদক এম এন আফছার জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে

যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমানকে গাড়িবহর যোগে নিয়ে আসার সময় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের গাড়িতেও হামলা চালানো হয়। হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপি’র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ  পাঁচজন আহত হয়েছেন।
জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানিয়েছেন, বিএনপি-জামাতের দেশব্যাপি সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেয়ার সময় বিএনপি’র গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে বিএনপি’র উচ্ছৃংখল নেতাকর্মীরা উস্কানিমূলকভাবে ইট ও পাটকেল ছুঁড়তে থাকলে ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটে। এতে ছাত্র ও যুবলীগের চারজন আহত হয়েছেন।
পুলিশ সুপার নাইমুল হক জানান,  পুলিশ অত্যন্ত সর্তকতার সাথেই দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি’র কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধারেই জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে।
বিপ্লব তালুকদার 

এই বিভাগের আরো খবর