রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা কোনো দৃশ্যমান ফলাফল ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই দুই দিনের বৈঠকে কোনো চুক্তি বা যৌথ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পক্ষগুলো। তবে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া ও ইউক্রেন দু’পক্ষই।

 

রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার বৈঠক শেষ হওয়ার পর প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে অগ্রগতির কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনায় মূলত যুদ্ধের সমাপ্তির সম্ভাব্য পথ ও কাঠামো নিয়েই আলোচনা হয়েছে।

 

রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দেন, আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও আলোচনায় বসতে পারে পক্ষগুলো। তার ভাষ্য অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়া দেশগুলো সমাধানের পথ খুঁজতে আন্তরিক ছিল।

 

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি কাঠামোর বিভিন্ন দিক নিয়ে বিশদ মতবিনিময় হয়েছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের সরাসরি আলোচনাকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছে রয়টার্স।

 

এদিকে শান্তি আলোচনা চলাকালীনই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। তীব্র শীতের মধ্যে এসব হামলার ফলে এক মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে।

 

মার্কিন কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, ভবিষ্যতে মস্কো কিংবা কিইভে আরও আলোচনা হতে পারে। একই সঙ্গে পরবর্তী ধাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও নাকচ করা হয়নি।

এই বিভাগের আরো খবর