শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৪

কোনাবাড়িতে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ২৭ জুন ২০২১  

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় প্রায় ১২টি গুদামের মালামাল পরে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২৭জুন) সকাল সাতটার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন এলাকায় শেখ মিজানের গোডাউনে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শেখ মিজানের গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়ে তাৎক্ষণিক আশপাশে আরো ১০ থেকে ১২ টি গোডাউনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদরের ৩টি ও কাশিমপুর ডিবিএল এর ১টি সহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৫ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

এই বিভাগের আরো খবর