সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯১

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০  

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জাতীয় রবীন্দ্র্রসঙ্গীত সম্মিলন পরিষদ। গতকাল জেলার উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র তীরবর্তী বেগমগঞ্জ ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের দুইশতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্য্যামল ভৌমিক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নীলু, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, শাহানুর রহমান, সুব্রতা রায়, ইমতে আহসান শিলু, শাহজালাল বাবুল, সুবাস সরকার প্রমুখ।

খাদ্য সহায়তার মধ্যে ছিল- প্রতি পরিবারে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুরডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ প্যাকেট গুঁড়াসাবান। 
দূর্গম চরাঞ্চলের মানুষ বাড়িতে থেকে এ ত্রাণ সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর