ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৪

কুমিল্লায় র‌্যাব এর পৃথক দুইটি অভিযানে ৪ মাদক কারবারি আটক

সাইফুল ইসলাম, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

কুমিল্লায় র‌্যাব এর পৃথক দুইটি অভিযানে জেলার সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ১৮৫ বোতল ফেন্সিডিল’সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে র‌্যাব-১১, সিপিসি-২। শনিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১২ মে বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জেলার দেবিদ্বার থানার শুরপুর গ্রামের কাজলী বেগম এবং একই থানার দারিয়াপুর গ্রামের নারগিস আক্তার। একই সময়ে পৃথক অন্য আরেকটি অভিযানে জেলার সদর দ¶িণ মডেল থানার
মুড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল’সহ দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জেলার সদর দ¶িণ মডেল থানার মুড়াপাড়া গ্রামের মোঃ জহির আলম এবং একই গ্রামের মোঃ আরাফাত হোসেন রিফাত। র‌্যাব আরোও জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও
সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরুষ আসামীদের বিরুদ্ধে জেলার সদর দ¶িণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব। 

এই বিভাগের আরো খবর