বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৩

কালীগঞ্জে পুকুর থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

গাজীপুরের কালীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের মেন্দিপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে শনিবার বিকেলে একটি লাশ প্লাস্টিকের হলুদ বস্তায় বন্দি অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি একটি কন্যা শিশুর, বয়স আনুমানিক আট বছর। কালীগঞ্জ থানার এস.আই ফজলুল হক জানান, উদ্ধারকৃত লাশটি এক কন্যা
শিশুর। তার পরনে ছিল লাল রংয়ের হাফ প্যান্ট ও লাল প্রিন্টের জামা। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুষ্কৃতকারীরা অজ্ঞাত শিশুটিকে ৪/৫দিন পুর্বে হত্যা করে বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। লাশটি ফুলে যাওয়ায় পরিচয়
নিশ্চিত হওয়া যায়নি। গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি সন্ধ্যায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরো খবর