বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৬

কমলগঞ্জ অসহায় দরিদ্রের মধ্যে টিসিবির পণ্য বিতরণ

হিফজুর রহমান তুহিন কমলগঞ্জ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অতদরিদ্র অসহায় দুস্থ ৩ হাজার ৮১টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল ও পৌর এলাকার সাধারণ জনগণের মধ্যে স্বল্প মূল্যে ১ হাজার ৯৯৫টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে

ছাত্রনেতা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি তদন্ত মো. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম সুফি, সাংবাদিক সাজিদুর রহমান সাজু ও পিন্টু দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর