শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯৮

একটি স্বাধীন দেশ - কবিতা

নাজমুল হাসান তুহিন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

একটি স্বাধীন দেশ 
মো. শামীম হোসেন

কেমন করে আনলো তারা
    একটি স্বাধীন দেশ?
আজ যে দেশের জন্মদিনে
   নেইকো খুশির শেষ।

ভেঙেচূড়ে লোহার কপাট
     আনলো কারা জয়?
কাদের জন্যে সোনার বাংলা
     আজকে বিশ্বময়? 

ওরা কারা --- মরলো যারা 
       ত্রিশলক্ষ বীর? 
বিন্দু যাদের হয়নি নতো
      মৃত্যু দেখে শির?

ওরাই হলো বীর ভাঙালি
     বিশ্ব জয়ের জাত,
দিনকে তারা করছে তখন
    কৃষ্ণকালো রাত। 

ভয়কে তারা, জয় করেছে 
      মৃত্যু ছুঁড়ে পায়,
মরণ টাকে --- বরণ করে 
       যুদ্ধ করে যায়।