বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৯

একই দিনে হবে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

একই দিনে হবে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক, পৌঁছে দেয়া হবে গ্রাহকের বাসায়

একই দিনে হবে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক, পৌঁছে দেয়া হবে গ্রাহকের বাসায়

একই দিনে হবে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণের কাজ। অফিসে এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। গ্রাহকের বাসায় পৌঁছে দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিআরটিএ'র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজামান হক জানান, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ফলে সময় বাঁচবে। এ ছাড়া এ কার্যক্রমের ফলে বাড়িতে বসেই পাওয়া যাবে লাইসেন্স। লাইসেন্স কার্ড প্রস্তুত হলে লাইসেন্সপ্রত্যাশীদের বাড়িতে লাইসেন্স পৌঁছানো হবে ডাকযোগে। ফলে সেবাপ্রত্যাশীদের বারবার বিআরটিএ কার্যালয়ে আসতে হবে না।

এর ফলে ভোগান্তি কমার পাশাপাশি দালালের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করে তিনি আরও বলেন, কার্যক্রম উদ্বোধনের পর ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা একই দিন বায়োমেট্রিক করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে ঐ দিনই ম্যাসেজের মাধ্যমে অনলাইনে ফি জমা প্রদান করলে ঘরে বসেই ডাকযোগে লাইসেন্স পাবেন।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, আগে পরীক্ষার্থীদের বিআরটিএ অফিসে কয়েকবার আসতে হতো। এখন থেকে প্রার্থী একদিনে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেবেন এবং বায়োমেট্রিক দিয়ে চলে যাবেন। এতে সেবার মান বাড়বে। এমনকি লাইসেন্স পেতে সেবাপ্রত্যাশীদের বারবার বিআরটিএ কার্যালয়ে আসতে হবে না।
বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসিফ আহমেদের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন৷ এসময় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ'র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজামান হক, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু, সেবাগ্রহীতাসহ অন্যান্যরা।
এছাড়াও সভায় মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে বিভিন্ন করনীয়, যাত্রী হয়রানি বন্ধ, সড়কে জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন সময়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরো খবর