বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ইরান যুদ্ধ ঠেকাতে উপসাগরীয় কূটনীতি, সৌদির বিশেষ পদক্ষেপ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে সৌদি আরব কাতার ও ওমানকে সঙ্গে নিয়ে বিশেষ কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসকে সম্ভাব্য সংঘাত থেকে বিরত রাখতে এই পদক্ষেপ নিচ্ছে সৌদি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব আশঙ্কা করছে, যেকোনো যুদ্ধ দেশের অভ্যন্তরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি হামলায় নিহত হন। এছাড়া হরমুজ প্রণালীর মাধ্যমে চলাচলকারী তেলবাহী জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহিত হয়।

 

উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে সতর্ক করেছে, ইরানের সরকার উৎখাতের যে কোনো প্রচেষ্টা তেলের বাজারে অস্থিরতা তৈরি করবে এবং শেষ পর্যন্ত মার্কিন অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রিয়াদ ইতিমধ্যে তেহরানকে আশ্বস্ত করেছে যে তারা কোনো সম্ভাব্য সংঘাতের অংশ হবে না এবং মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে আকাশসীমা ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেবে না।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তার উপসাগরীয় মিত্রদের সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এই সতর্কবার্তা উপসাগরীয় রাজধানীতে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট দেশগুলো মনে করছে, সম্ভাব্য হামলার আঞ্চলিক প্রভাব, জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর স্থিতিশীলতার ওপর তা মারাত্মক প্রভাব ফেলতে পারে।

এই বিভাগের আরো খবর