সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২২

আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন`র কমিটি ঘোষণা

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১  

আগামী তিনবছরের জন্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের  কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার(৬ ফেব্রুয়ারি)  সকালে সংগঠনটির সদস্যরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গঠনতন্ত্রের ১১ ধারা মোতাবেক আগামী তিন বছরের জন্য  অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্নাকে সভাপতি ও মো. ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এসময় সভাপতি অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না জানান, আমাদের সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে, 'আমাদের আলফাডাঙ্গা উপজেলার অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান,সাহায্য সহযোগিতাসহ এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করা।'

এরআগে, গত ২০২০ সালের ২৭ মে সংগঠনটি ২১ সদস্য আহবায়ক কমিটি ঘোষণা করার মাধ্যমে যাত্রা শুরু করে।কমিটিটি এলাকার শিক্ষা বিস্তার ও ছাত্রছাত্রীর উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরো খবর