শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

আজগরা ইউনিয়ন দৌলতপুরে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫  

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর উপস্থিতিতে দৌলতপুর কারিগরি কলেজ মাঠে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শুরুতেই উপস্থিত জনতা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। তিনি বলেন,দাঁড়িপাল্লার বিজয় মানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বিজয়। জনগণ যদি তাদের মূল্যবান ভোট দাঁড়িপাল্লায় দেয়, তাহলে এ এলাকায় উন্নয়ন, শান্তি ও সুশাসন নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ জহিরুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা মাওলানা মোহাম্মদ শহিদ উল্যাহ, আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটি, ৭নং আজগরা ইউনিয়ন ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা মাওলানা আব্দুল মজিদ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৭নং আজগরা ইউনিয়ন

সভাপতিত্ব করেন আমিমুল এহছান, আহ্বায়ক, চরবাড়ীয়া কেন্দ্র নির্বাচন কমিটি, ৯নং ওয়ার্ড, ৭নং আজগরা ইউনিয়ন।

বক্তারা বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয় এটি ন্যায়, সত্য ও কল্যাণের অঙ্গীকার। দেশের মানুষের নিরাপত্তা, অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে দৌলতপুর ৯নং ওয়ার্ড ও আজগরা ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভার শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর