শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৪

আংশিক কমিটি ঘোষণায় নতুন প্রাণ টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলে

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি মো: রোহানুজ্জামান শুক্কুর এবং সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর হাসান মিরনের অনুমোদনে ঘোষিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান আরিফ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন ফজলে রাব্বি।

 

নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন আলীন মাহমুদ (নিপুন), ইফতেয়াজ আহমেদ সিজান, মো: জীবন (জীবন), মো: তুষার ভূঁইয়া, আমিনুল ইসলাম নাজমুল, আনিকা ইসলাম আখি মনি, বিপ্লব হোসেন শিকদার, মো: ফরিদুল্লাহ, রেদোয়ান আহম্মেদ আদনান, আব্দুল আল হাসিব (সানি), বিজয় সরকার, আলপরাজ আলী, এইচ.এম আদনান, মেহেদী হাসান তুহিন, মো: বাবুল হোসেন, মেহেদী বাবরি, হাসান মাহমুদ জুবায়ের, ফরহাদ হোসেন পাপলু, রাফি, কামরুল হাসান সিয়াম, মফিদুল ইসলাম মেহেদী, মেহেদী ইবনু, তাহসিন আহমেদ অর্নয় ও আবু সুফিয়ান রাকিব।

 

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন সুমন। এছাড়া সদস্য পদে স্থান পেয়েছেন নাহিন চৌধুরী, লিমন মিয়া, শাহ মো: শাহাদাত মন্ডল, মহিন শিকদার পিয়াল, ফাহিম সরকার রিফাত, ফয়সাল আহমেদ, আনিকা মুন্নি রিজা, সিফাত খান, আব্দুল আল ইসলাম রাকিব, ওমর ফারুক রাইয়ান, ইকবাল হোসেন অভি, ইউসুফ হাসান আসিফ, জিহাদ হাসান, সাব্বির হোসেন, শাহ জুবায়ের, সাকিব আল হাসান, মো: মহিবুল হক শ্রাবন, জহিরুল ইসলাম, মো: আতিকুর রহমান, মুনহাসান কিবরিয়া, মো: জুয়েল আহমেদ, মো: শাকিল মোল্লা, জাহেদ আহমেদ, মনির হোসেন, মো: সাগর হোসেন, কায়িফ আল ইয়ামান, আল নাফিজ ও রহমান ফাহাদ, হিমেল রানা বন্ধ, সাবির হোসেন এবং মো: মাহিন সিকদার।

 

গাজীপুর মহানগর ছাত্রদল নেতৃত্ব জানিয়েছে, নবগঠিত এই আংশিক কমিটি টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

এই বিভাগের আরো খবর